বিশ্ববিদ্যালয় কেন খোলা হবে না?
- ১১ নভেম্বর ২০২০, ০০:০০
বাংলাদেশের এখন সব সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান খোলা। বাসস্ট্যান্ড, রেলস্টেশন, হাটবাজার, সিনেমা হল সব কিছু স্বাভাবিক। সব কিছু আগের মতোই চলছে। কোচিং সেন্টার, প্রাইভেট টিউশনি চলছে। কোনো কিছুই বন্ধ নেই। শুধু বন্ধ আছে শিক্ষাপ্রতিষ্ঠান। কেন বন্ধ রাখা হয়েছে সেটিই বড় প্রশ্ন। সাধারণ মানুষের চেয়ে কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কম সচেতন? না কি বিশ্ববিদ্যালয় থেকে করোনার বিজ উৎপাদন হয়? বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে সবকিছু খুলে রাখার যৌক্তিকতা কী ? বিশ্ববিদ্যালয়গুলো খোলা থাকলে হয় তো আর কিছু না হয় সাধারণ শিক্ষার্থীদের নানা ধরনের গবেষণা চলতে পারত। বিশ্ববিদ্যালয়কে বলা হয় ‘গবেষণার আঁতুড়ঘর’। বন্ধ রেখে কিভাবে করোনা তাড়ানো হচ্ছে? বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিন। শিক্ষার্থীরা করোনাভাইরাসের বিষয় নিয়ে গবেষণা করুন । নতুন প্রজন্ম গবেষণায় হাত বাড়াক ।
মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী, আপনাদের অনুরোধ করা হচ্ছে, যারা করোনাভাইরাস ছড়ায় তাদের আটকিয়ে রাখুন। আর বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিন, যাতে করোনাভাইরাসের বিষয় নিয়ে গবেষণা করে নতুন কিছু আবিষ্কার করা হোক ।
শাবলু শাহাবউদ্দিন
শিক্ষার্থী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা