গ্রামে অনলাইন ক্লাসের ভোগান্তি
- ১১ নভেম্বর ২০২০, ০০:০০
দীর্ঘকালীন করোনা দুর্যোগে বেশ কিছুদিন আগে থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইন ক্লাস শুরু করেছে, যা শিক্ষার্থীদের পড়ালেখা চালু রাখতে এবং সিলেবাস শেষ করতে সাহায্য করছে। কিন্তু এই অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি বারবারই প্রশ্নের সম্মুখীন হচ্ছে। এর কারণ গ্রামাঞ্চলে অপর্যাপ্ত ইন্টারনেট সুবিধাকেই। করোনাকালীন ছুটিতে বেশির ভাগ শিক্ষার্থী গ্রামে অবস্থান করায় তারা এই ভোগান্তির শিকার হচ্ছেন। গ্রামাঞ্চলে মোবাইল নেটওয়ার্কিং খুঁড়িয়ে চললেও ইন্টারনেট ব্যবস্থা একেবারেই নাজুক। গ্রামের শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে অনলাইন ক্লাস করতে পারছে না। ফলে তারা শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত কার্যক্রম থেকে পিছিয়ে পড়ছে, যা হতাশা দিন দিন বাড়িয়ে দিচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।
মিনহাজুল ইসলাম
ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা