২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টেলিটক সিমে শিক্ষাব্যবস্থা

-

বাংলাদেশে করোনাভাইরাসের আক্রান্ত রোগী প্রথম শনাক্ত হয়েছে ২০২০ সালের ৮ মার্চ। সরকার ১৮ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো পুনরায় খোলা হলেও খোলা হচ্ছে না স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। এর ফলে সরকারি ঘোষণার আগে অনেক স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্লাস অনলাইনে নেয়া হচ্ছে। সরকার পরে অনলাইনে ক্লাসের বিষয়ে অনুমতি দিয়েছে এবং অনলাইন ক্লাসের জন্য শিক্ষার্থীদের টেলিটক সিমের মাধ্যমে স্বল্পমূল্যে ইন্টারনেট সুবিধা দিতে শুরু করেছে। তবে এটা কতটা কার্যকর হচ্ছে, দেখার বিষয়। আমাদের দেশে ৪জি ইন্টারনেট সুবিধা চালু হলেও বেশির ভাগ গ্রামেই ইন্টারনেটের বেহাল অবস্থা, বিশেষ করে টেলিটক সিমের মাধ্যমে। গ্রামাঞ্চলে অন্য সিমগুলোর নেটের ব্যবস্থা তুলনামূলকভাবে ভালো। সুতরাং সরকারের কাছে শিক্ষার্থীদের দাবি, টেলিটক সিমের সাথে অন্য সিমগুলোর ইন্টারনেটও স্বল্পমূল্যে দেয়া হোক।
শাহজালাল মল্লিক
ঢাকা কলেজ, ঢাকা


আরো সংবাদ



premium cement

সকল