২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এইচএসসির ফলাফল নিয়ে আরো ভাবুন

-

‘এইচএসসি পরীক্ষা ২০২০’ বাতিল করে শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ফলাফল ঘোষণার যে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, তা পুনর্বিবেচনার প্রয়োজন আছে। পিইসি এবং জেএসসি পরীক্ষা বাতিল করে শিক্ষার্থীদের অটোপ্রমোশন দেয়ার যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, তা হয়তো একেবারেই বেঠিক ছিল না; কিন্তু এইচএসসির মতো গুরুত্বপূর্ণ একটা পরীক্ষাপাসের সার্টিফিকেট পূর্বানুমানেরই ওপর ভিত্তি করে প্রদান করা হলে অনেকের পোয়াবারো হবে বটে। তবে জীবনযুদ্ধে জড়ানোর ক্ষেত্রে এইচএসসিতে সর্বোচ্চ গ্রেড পয়েন্টের জন্য যেসব শিক্ষার্থী কোমর বেঁধে প্রস্তুত হয়েছিল, তাদের ওপর চরম অবিচার ও জুলুম করা হবে। বলা বাহুল্য, জেএসসি এবং এসএসসিতে খুব ভালো ফলাফল অর্জনকারীরাও যেমন এইচএসসিতে যেনতেন ফলাফল করতে পারে, তেমনি আগের দুটো পরীক্ষায় ‘যেনতেন’ ফলাফল অর্জনকারীরা আবার এইচএসসিতে সর্বোচ্চ গ্রেড পয়েন্টের অধিকারী হয়ে যায়। তাই এ ব্যাপারে সুচিন্তিত এবং সুদূরপ্রসারী সিদ্ধান্ত নেয়া উচিত।
ইব্রাহিম খলীলুল্লাহ, বারইয়ারহাট, চট্টগ্রাম


আরো সংবাদ



premium cement