পেনশন পুনঃস্থাপনের মেয়াদ
- ১৭ অক্টোবর ২০২০, ০১:২৮
বিভিন্ন পত্রপত্রিকায় এ বিষয়ে ভুক্তভোগী প্রবীণ অসহায় ব্যক্তিরা মতামত প্রকাশ করছেন। অনেকে আশাও করছিলেন, ১ অক্টোবর অর্থাৎ আন্তর্জাতিক প্রবীণ দিবসে বর্তমান সরকারের তরফ থেকে পেনশন পুনঃস্থাপনের মেয়াদ ১৫ বছরের পরিবর্তের আট বছর করার ঘোষণা আসবে। এসব অসহায় প্রবীণ ব্যক্তি যারা শতভাগ পেনশন বিক্রি করে নিঃস্ব হয়েছেন তারা অতিকষ্টে দিনযাপন করছেন। এ বয়সে শারীরিক, মানসিক, আর্থিক, পারিবারিক, সামাজিক ক্ষেত্রে শক্তি সামর্থ্য দুর্বল হয়ে পড়ে; স্বজনদের আদর-সমাদর উবে যায়। পাশাপাশি বহুমাত্রিকভাবে চিকিৎসা, ওষুধপত্র পথ্য, খাদ্য-পুষ্টি, সেবা-পরিচর্যা, টাকা পয়সার চাহিদাও বৃদ্ধি পায়। তাদের একান্ত চাহিদা, বাসনা, আগ্রহ, অগ্রাধিকার, প্রভৃতি কেউ আমলে নিতে চায় না। তাই প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে আমাদের আবেদন, পেনশন পুনঃস্থাপনের মেয়াদ ১৫ বছর হতে কমিয়ে আট বছর পুনর্নির্ধারণ করুন। এ জন্য সবিনয় অনুরোধ করছি।
মো: ফকরুদ্দিন, মিরপুর, ঢাকা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা