বাংলা সনের তারিখ গণনায় বৈষম্য দূর করুন
- ১৪ নভেম্বর ২০২৪, ০০:০০
বাংলা সনের তারিখ গণনায় দু’টি বৈষম্য দেখা যায়। একই দেশে দুই নিয়ম প্রচলিত থাকতে পারে না। আমাদের দেশে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় পশ্চিমবঙ্গের বাংলা সন গণনা হুবাহু পালন করে। এই নিয়ম ভারতের অন্য কোনো প্রদেশে চলে না। একটি স্বাধীন সার্বভৌম দেশে অন্য দেশের একটি প্রাদেশিক নিয়ম কিভাবে চলে, জাতির বিবেকের কাছে প্রশ্ন? যেমন- আমরা ১৪ এপ্রিল ১ বৈশাখ পালন করি। আর হিন্দুরা পালন করে ১৫ এপ্রিল এবং বাংলা একাডেমি নির্ধারিত ও বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলা তারিখ এর পর বন্ধনী চিহ্নের মাধ্যমে হিন্দুদের নিয়ম প্রচলিত।
জ্ঞান তাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ বাংলা সন গণনায় যে মতবাদ দিয়েছেন তা ১৪২৬ বঙ্গাব্দ পর্যন্ত বলবৎ ছিল। যেমন- ‘বৈশাখ থেকে ভাদ্র প্রতি মাস ৩১ দিন, আশ্বিন থেকে চৈত্র প্রতি মাস ৩০ দিন।
ইংরেজি সনের লিপিয়ারে ফালগুন মাস ৩১ দিন। ফ্যাসিবাদী হাসিনা সরকার তা পরিবর্তন করে মনগড়া নিয়মে বাংলা সন গণনা শুরু করে।
বৈষম্য দু’টি ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতবাদের মাধ্যমে আমরা বাংলাদেশী হিসাবে এর একটি স্থায়ী সমাধান প্রত্যাশা করছি।
সাঈদ হাসান
মেরী ভিলা
৮৭৮, পশ্চিম তল্লা, ফতুল্লা
নারায়ণগঞ্জ