পুলিশ কর্মকর্তা কাফী আরো ২ দিনের রিমান্ডে
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৮, আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০১
রাজধানীর আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহহিল কাফীকে এবার দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার এই আদেশ দেন ঢাকার বিচারিক হাকিম জুলহাস উদ্দীন।
এদিন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন আশুলিয়া থানার এসআই আবু তাহের মিয়া। রিমান্ড আবেদনের বিরোধিতা করে আসামির জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি।
গত ১১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা কাফীসহ ৩০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন রবিউল সানি নামের একজন।
এই মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসির সাবেক সচিব ফেরদৌস জামান, সদস্য মুহাম্মদ আলমগীর, বিশ্বজিৎ চন্দ্র চন্দ ও সাজ্জাদ হোসেন।
এর আগে দুই মামলায় ১৩ দিন রিমান্ডে ছিলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী। ২ সেপ্টেম্বর রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাফীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে সাময়িক বরখাস্ত করার কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা