১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

জামিন পেলেও কারামুক্ত হচ্ছেন না সাবেক বিচারপতি মানিক

- ছবি - ইন্টারনেট

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার মামলায় জামিন পেয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

আজ মঙ্গলবার সিলেট আদালতের কোর্ট ইন্সপেক্টর মো: জামশেদ আলম বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকালে সাবেক বিচারপতি মানিককে আদালতে নিয়ে আসা হলে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাশ সকাল ১০টার দিকে এই মামলায় তার জামিন মঞ্জুর করেন।

‘কিন্তু বিচারপতি মানিকের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা আছে। তাই এই মামলায় জামিন পেলেও তিনি জেল থেকে ছাড়া পাবেন না,’ বলেন জামশেদ আলম।

গত ২৩ আগস্ট ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিচারপতি মানিককে আটক করেছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়।

এই প্রসঙ্গ ধরে জামশেদ আলম বলেন, ‘তাকে তখন ৫৪ ধারায় আদালতে নিয়ে আসা হয়েছিল আর সীমান্তের এটা জামিনযোগ্য অপরাধের মামলা।’

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement