ময়মনসিংহে রওশন এরশাদের নামে মামলা
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ সেপ্টেম্বর ২০২৪, ২২:০১
জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ এবং সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোস্তাকীম বিল্লাহ ফারুকীসহ অজ্ঞাত আরো ১২ জনকে আসামি করে ময়মনসিংহ আদালতে মামলা দায়ের হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) নেতা খালেদুজ্জামান পারভেজ ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতে এই মামলা দায়ের করেন।
জেলা আইনজীবী সমিতির বর্তমান অডিটর অ্যাডভোকেট কামরুল হাসান কিরন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় বলা হয়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলীয় প্রতিক ‘কুড়ে ঘর’ নির্ধারণ করা হয়। ওইদিন রাত সন্ধ্যা ৭টার দিকে বাদীকে তার নিজস্ব বাসা থেকে অজ্ঞাতনামা সাদা পোষাকের ১০-১২ জন লোক জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যায়। পরে মামলার এক নম্বর আসামি রওশন এরশাদের প্ররোচনায় ও ২ নম্বর আসামি তৎকালীন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুস্তাকীম বিল্লাহ ফারুকীর কার্যালয়ে বেআইনিভাবে আটক রেখে মৃত্যুর ভয় দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারে স্বাক্ষর নেয়।
মামলার বাদি খালেদুজ্জামান পারভেজ বলেন, ন্যায়বিচারের আশায় রাজনৈতিক পটপরিবর্তন হওয়ায় আমি এই মামলাটি দায়ের করেছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা