১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১, ৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

আ’লীগ নেতা গোলাপ ৭ দিনের ও সাংবাদিক রুপা-শাকিল ৫ দিনের রিমান্ডে

আবদুস সোবহান গোলাপ, শাকিল আহমেদ ও ফারজানা রুপা - ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আদাবরের গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এছাড়া একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপার পাঁচ দিনের রিমান্ড দেয়া হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এ দিন মামলার তদন্ত কর্মকর্তা তিন আসামিকে আদালতে হাজির করেন।

শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আওয়ামী লীগ নেতা গোলাপেরও ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।

আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

শুনানি শেষে আদালত রিমান্ডের ওই আদেশ দেন।

এর আগে রোববার রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গোলাপকে গ্রেফতার করা হয়।

আর গত ২১ আগস্ট হযরত শাহজালাল বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement