১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

কারফিউ শিথিল থাকলে আদালতের বিচারিক কার্যক্রম চলবে

কারফিউ শিথিল থাকলে আদালতের বিচারিক কার্যক্রম চলবে - ফাইল ছবি

সুপ্রিমকোর্টের উভয় বিভাগেই কারফিউ শিথিলের সময় নিজ নিজ অফিস সূচি অনুযায়ী বিচারিক কার্যক্রম চলবে। এছাড়া কারফিউ চলাকালেও এবং শিথিলের সময়ও উভয় বিভাগের অফিস খোলা থাকবে।

তবে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে উচ্চ আদালত এবং অধস্তন আদালত এ ছুটির আওতায় বন্ধ থাকবে।

মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্টের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের আদেশক্রমে এসব সিদ্ধান্ত জানানো হয়েছে।

সুপ্রিমকোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, 'সাধারণত আপিল বিভাগে সকাল নয়টা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত বিচারিক কার্যক্রম চলে। ওই সময়ের মধ্যে যদি কারফিউ শিথিল থাকে, তাহলে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম চলবে। অর্থাৎ যদি ৯টার আগে কারফিউ শিথিল হয়, তবে আপিল বিভাগের সময় অনুযায়ী নয়টা থেকে বিচারিক কার্যক্রম চলবে। তবে, সোয়া একটার পরে শিথিল হলে কিন্তু কার্যক্রম চলবে না।'

হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম চলে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে কারফিউ শিথিল হলে এ বিভাগের বিচারিক কার্যক্রমও চলবে।

ইসলাম জানান, 'কারফিউ থাকুক বা না থাকুক সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব দাপ্তরিক কার্যক্রম চলবে। খোলা থাকবে সব অফিস।'

একইসাথে সব জেলায় সার্বক্ষণিক এক বা একাধিক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।

বিচারিক আদালতগুলোতে নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা করে বিচারিক কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেয়া হয়েছে।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল : বসনিয়া রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারতের আসাম-মেঘালয় সীমান্তে আটক ৬৫ বাংলাদেশী ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা হোসেনপুরে স্কুলশিক্ষকের বসতঘর পুড়ে ছাই রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস 'শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে' সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

সকল