০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ - ছবি : নয়া দিগন্ত

সারাদেশে কোটাবিরোধী আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি মাজার গেট হয়ে হাইকোর্ট মোড়ে পৌঁছালে পেছন থেকে পাল্টা স্লোগান দিয়ে মিছিল করে যুবলীগের নেতাকর্মীরা। এ সময় তারা কয়েকজন আইনজীবীকে ধাক্কা দেয় ও গালমন্দ করে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় হাইকোর্ট মোড়ে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ বার কাউন্সিল ভবনের কাছে সুপ্রিমকোর্টের গেটের সামনে গিয়ে বিএনপিপন্থী আইনজীবীরা ঘুরে দাঁড়ায়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে আইনজীবীরা ধাওয়া দিলে যুবলীগের নেতাকর্মীরা পালিয়ে যায় এবং বার ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

সমাবেশে বক্তব্য রাখেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুঁইয়া, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।

কোটাবিরোধী আন্দোলনকারীদের বিনামূল্যে আইনি সহায়তা দেয়ার ঘোষণা দিয়ে মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সুপ্রিমকোর্টসহ সারাদেশের আদালতে কোটাবিরোধী আন্দোলনকারীদের আইনি সহায়তা দেয়া হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সরাসরি কোটার পক্ষে অবস্থান নিয়ে আদালত অবমাননা করেছেন। কারণ বিষয়টি এখন আদালতে বিচারাধীন। প্রধানমন্ত্রী বলেছেন যে ২০১৮ সালে রাগের বশবর্তী হয়ে কোটাপদ্ধতি বাতিল করেছিলেন। অথচ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার সময় তিনি অঙ্গীকার করেছেন, রাগ-অনুরাগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না। এ কথা বলে প্রধানমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন।’


আরো সংবাদ



premium cement
শিক্ষা জাতি গঠনের প্রধান হাতিয়ার : ড. ইউনূস দুই ‘আইরিশের’ গোলে হারল আয়ারল্যান্ড নতুন জার্মানির পুরনো রূপ, উড়িয়ে দিয়েছে হাঙ্গেরিকে বাংলাদেশের পর্যটক না যাওয়ায় ধুঁকছে কলকাতা তালেবানের কূটনৈতিক বিজয়, কিরগিজস্তানের সন্ত্রাসী তালিকা থেকে বাদ ভারতের ৬০ কিমি এলাকা দখল করে ফেলেছে চীন? জনমত সমীক্ষার পাশাপাশি তহবিল সংগ্রহেও কমলা পিছনে ফেললেন ট্রাম্পকে ধাক্কা সামলে লড়াই শ্রীলঙ্কার গাজা আমেরিকার যুদ্ধ, আমরা চোখের পলকে এই যুদ্ধ থামাকে পারি : মার্কিন প্রেসিডেন্টপ্রার্থী সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠন বাড্ডায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সাজিদের পরিবারকে বিএনপির আর্থিক সহযোগিতা

সকল