নুরের আদালত অবমাননা নিয়ে রায় ১ আগস্ট
- নিজস্ব প্রতিবেদক
- ১১ জুলাই ২০২৪, ১২:৩৫
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ নিয়ে জারি করা রুলের ওপর আগামী ১ আগস্ট রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আলজলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই মামলার রায় ঘোষণার জন্য ছিল।
রায়ের দিন পূর্বনির্ধারিত থাকার পর নুরের সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন অসুস্থতার জন্য আসতে না পারায় তার পক্ষে দুই সপ্তাহ সময় চাইলে আদালত রায়ের জন্য ১ আগস্ট দিন ধার্য করেন।
আদালতে ভিপি নুরের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মো: মাকসুদ উল্লাহ প্রমুখ।
এর আগে গত ৩ জুলাই এ মামলার শুনানি শেষে রায়ের জন্য ১১ জুলাই দিন ধার্য করেন আদালত। শুনানিতে ভিপি নুরের দণ্ড কিংবা প্রতীকী হলেও শাস্তির দাবি করেছে রাষ্ট্রপক্ষ।
আর আদালতে উপস্থিত হয়ে নুরুল হক নুর আইনজীবীর মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চান। এরপর উভয়পক্ষের শুনানি শেষে আদালত রায়ের জন্য ১১ জুলাই দিন ধার্য করেন।
গত বছরের ৭ ডিসেম্বর অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ এবং সমাবেশ করে গণঅধিকার পরিষদ। সেদিন দুপুর ১২টায় পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু হয়ে পল্টন মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংক এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ওই সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দিয়েছিলেন গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর।
তার দেয়া বক্তব্য নিয়ে গত ৭ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন অনুযায়ী, বিজয়নগর পানির ট্যাংক মোড়ে এক সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে নুরুল হক আপত্তিকর বক্তব্য দেন। বিষয়টি উপস্থাপিত হলে গত ১৭ ডিসেম্বর হাইকোর্টের একই বেঞ্চ তার প্রতি আদালত অবমাননার রুল দেন। বিচারক ও বিচারব্যবস্থা নিয়ে অবমাননাকর বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা জানাতে নুরুল হককে ১৭ জানুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দেয়া হয়। ধার্য তারিখে তিনি আদালতে হাজির হন। সেদিন নুরুলের আইনজীবী অ্যাফিডেভিট (হলফনামা আকারে লিখিত বক্তব্য) দাখিল করবেন বলে সময় চান। আদালত ১৫ ফেব্রুয়ারি দিন রাখেন। ধার্য তারিখে অবমাননাকর বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে হলফনামা আকারে লিখিত বক্তব্য দাখিল করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা