০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

তুচ্ছ ঘটনায় মামলা করা বন্ধ না হলে জট কমানো অসম্ভব : প্রধান বিচারপতি

কথা বলছেনপ্রধান বিচারপতি ওবায়দুল হাসান - ছবি : ইউএনবি

তুচ্ছ ঘটনায় মামলা দায়ের বন্ধ না হলে মামলাজট কমানো সম্ভব না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

তিনি বলেন, ‘প্রতি বছর নতুন করা মামলার ২০ শতাংশ থেকে যায়। বিচারকরা সাধ্যমত চেষ্টা করেও সব মামলা শেষ করতে পারেন না।’

সোমবার সকালে (২৫ জুন) নাটোর আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নির্মিত ‘ন্যায়কুঞ্জ’র উদ্বোধন শেষে এ কথা বলেন প্রধান বিচারপতি।

তিনি বলেন, ‘প্রতি বছর পুরাতন মামলার সাথে যোগ হয় নতুন মামলা। ফলে মামলাজট থেকেই যায়। এই মামলা নিষ্পত্তি করতে হলে দ্বিগুন বিচারক নিয়োগ করতে হবে। যেটা সম্ভব নয়। তাই জট কমাতে ছোট-খাটো বিষয় সমাজিকভাবে নিষ্পত্তি করতে হবে।’

এজন্য গণমাধ্যমকর্মীসহ সাবাইকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি।

এছাড়া একই রকম মামলা একসাথে করে নিষ্পত্তির চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি রুহুল কুদ্দুস, জেলা ও দায়রা জজ অম্লান কুসুম জিষ্ণু, জেলা প্রশাসক আবু নাছের ভুঞাঁ, পুলিশ সুপার তারিকুল ইসলামকসহ অন্যান্য বিচারকরা।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement