০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

‘রাজনৈতিক হীন স্বার্থে খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না সরকার’

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া - ফাইল ছবি

রাজনৈতিক হীন স্বার্থে খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না সরকার বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার (২৩ জুন) আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন হওয়া সত্ত্বেও শাসক দল এবং তার মন্ত্রী ইচ্ছাকৃতভাবে জাতিকে বিভ্রান্ত করার জন্য মিথ্যাচার করছেন, অসত্য কথা বলছেন। আজকে আইনমন্ত্রী বলেছেন `দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইচ্ছামাফিকভাবেই চিকিৎসা সেবা নিতে পারছেন। এই কথাটা পুরোপুরি অসত্য, জাতিকে বিভ্রান্ত করার জন্যই তিনি আজকে এ সমস্ত কথা বলছেন। এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি নির্মমতা এবং জাতির সহিত তামাশা মাত্র।

তিনি আরো বলেন, প্রকৃতপক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে উনার পরিবার এবং দলের পক্ষ থেকে বারবার আবেদন জানানো সত্ত্বেও সেই আবেদনকে কেবলমাত্র রাজনৈতিক কারণে উপেক্ষা করা হয়েছে, নাকচ করা হয়েছে।

আজকে আইনমন্ত্রী যেসমস্ত কথা বলছেন, প্রত্যেকটা কথাই রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত হয়ে বলছেন। উনি বলেছেন, আইনের বিধান নেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা পাঠানোর জন্য। এই স্টেটমেন্ট অসত্য এবং এটা আইনের রাজনৈতিক ব্যাখ্যা। আইনের অপব্যাখ্যা। প্রকৃতপক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফৌজদারী কার্যবিধির যে ধারায় সাজা স্থগিত করে মুক্তি দেয়া হয়েছে, সেই ধারার আলোকেই উনি চিকিৎসার জন্য বিদেশ যেতে পারেন, যেমন উনার সাজা স্থগিতের সময় একটা শর্ত দেয়া হয়েছিল যে, উনি সরকারের অনুমতি ব্যতীত বিদেশ যেতে পারবেন না, এই শর্তটা যদি সরকার উঠিয়ে নেয়, তাহলেই কিন্তু উনি বিদেশে গিয়ে চিকিৎসা নিতে পারেন।

আমরা মনে করি, সরকার তার রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না, আইনের দোহাই দিচ্ছে। জাতির সাথে প্রতারণা করা হচ্ছে, ছলছাতুরী করা হচ্ছে।

রাষ্ট্রীয় চরম নির্মমতার বহিঃপ্রকাশ হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই সরকার আইন এবং সংবিধানকে তোয়াক্কা না করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এবং এইজন্য এই সরকারকে জবাবদিহি করতে হবে, আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে।


আরো সংবাদ



premium cement