১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহ্জাদা মিয়ার জামিন

-

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মো: জহিরুল হক শাহ্জাদা মিয়াকে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগ করা চার মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৬ মে) বিচারপতি আবু তাহের মো: সাইফুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে তিনি আগাম জামিন আবেদন করলে আদালত তাকে আট সপ্তাহের আগাম জামিন দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী নিতায় রায় চৌধুরী ও ব্যারিস্টার মিথুন রায় চৌধুরী।

ব্যারিস্টার মিথুন রায় চৌধুরী জানান, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ঢাকা বিভাগীয় কমিশনারের অফিস ভাংচুরের অভিযোগে করা চার মামলায় হাইকোর্ট বেঞ্চে মুক্তিযোদ্ধা মো: জহিরুল হক শাহজাদা মিয়া হাজির হয়ে আগাম জামিন আবেদন কারলে আদালত আগামী আট সপ্তাহের জন্য তার জামিন মঞ্জুর করেন। এ সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।


আরো সংবাদ



premium cement