বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হলেন বিচারপতি আশফাকুল ইসলাম
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ এপ্রিল ২০২৪, ০১:১৮
আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো: আশফাকুল ইসলামকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো: গোলাম রব্বানী স্মাক্ষরিত এক স্মারকে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো: আশফাকুল ইসলামকে বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।
এতদিন এই কমিটির চেয়ারম্যান ছিলেন বিচারপতি বোরহান উদ্দিন।
আপিল বিভাগের এই বিচারপতি সম্প্রতি অবসরে গিয়েছেন। বিচারপতি মো: আশফাকুল ইসলামের জন্ম ১৯৫৯ সালের ১৫ জুলাই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জনের পর ১৯৮৩ সালে জেলা আদালত ও ১৯৮৫ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরে ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পর ২০০৫ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।
২০২২ সালের ৮ ডিসেম্বর তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।
তিনি আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, ভারত, ইতালি, তুরস্ক, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ড, চেক রিপাবলিক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পাকিস্তান, নেপাল, ভূটান ও সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন।6 তিনি ২০১১ সালে কোরিয়াতে জুডিসিয়াল ডেভেলপমন্ট প্রোগ্রামে অংশ নেন।
বিচারপতি মো: আশফাকুল ইসলামের বাবা সাবেক উপ-রাষ্ট্রপতি বিচারপতি একেএম নুরুল ইসলাম।
বার কাউন্সিল দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা। আইনে ডিগ্রি লাভের পর ১০ বছর প্র্যাকটিস করছেন এমন আইনজীবীর অধীনে জুনিয়র হিসেবে বার কাউন্সিলে ইন্টিমেশন জমা দিতে হয়। একটি নির্দিষ্ট সময় পর বার কাউন্সিলের নির্ধারিত এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হয়। এখানে উত্তীর্ণরা লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বার কাউন্সিলের সনদ নিয়ে জেলা বার-এ সদস্য হয়ে আইন পেশায় আসতে পারেন। এসব পরীক্ষা পরিচালনা ও আইনজীবী তালিকাভূক্তির কাজ পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা