১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

রিভিউ খারিজ, ফালুর খালাসের রায় বহাল

- ছবি - ইন্টারনেট

ত্রাণের টিন আত্মসাতের অভিযোগের মামলায় সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালুর খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।

এ মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা রিভিউ বৃহস্পতিবার খারিজ করে এই আদেশ দেয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ।

ফালুর আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে ২০০৭ সালে আশুলিয়া থানার এসআই মো: ইসমাইল হোসেন দুদক আইনে মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য থাকার সময় সরকার দরিদ্রদের জন্য চার লাখ টাকার টিন বরাদ্দ করে। ফালু ত্রাণের সেসব টিন বিতরণ না করে তার লোকজনের মাধ্যমে আত্মসাৎ করেন।

ঢাকার ষষ্ঠ বিশেষ জজ সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে ২০০৮ সালের ২ জুন মোসাদ্দেক আলী ফালুকে পাঁচ বছর কারাদণ্ড, পাঁচ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেন।

পরে বিচারিক আদালতের এই রায়ের বিরেদ্ধে আপিল করেন মোসাদ্দেক আলী ফালু। আপিলের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মো: দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চ সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২০১৩ সালের ২২ মে তাকে বেকসুর খালাস দেন।

খালাসের ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে শুনানি নিয়ে হাইকোর্টের খালাসের রায় বহাল রাখে আপিল বিভাগ।


আরো সংবাদ



premium cement
ভালুকায় বকেয়া বেতনের দাবিতে কারখানাশ্রমিকদের মহাসড়ক অবরোধ স্ত্রী-সন্তানসহ শামীম ওসমান ও নানকের নামে দুদকের মামলা ‘চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে বৈদেশিক সম্পর্কে নিজের স্বার্থ দেখবে বাংলাদেশ’ গাজায় এ পর্যন্ত ২০৪ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল বারিতে শ্রমিকদের ৫ দফা দাবিতে বিক্ষোভ তারিক সিদ্দিক, টিউলিপ ও পুতুলসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ইঞ্জিনিয়ার মোশাররফের জামিন নামঞ্জুর, ৮ মামলায় শ্যোন অ্যারেস্ট ছোটবেলার বন্ধুদের কবিতা আবৃত্তি করে শোনালেন মির্জা ফখরুল মাসিক ৩০০০ টাকা আর্থিক সহায়তা পাবে ঢাবি ছাত্রীরা সোনারগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার চাঁদপুরে ডাকাতিয়া নদীতে মিলল নিখোঁজ বৃদ্ধের লাশ

সকল