২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা

ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা - ছবি : সংগৃহীত

রাজধানীর কলাবাগানে ডলফিন রোডে মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিন ওরফে শাহনূরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার সকালে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিতোষ চন্দ্র মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে এ ঘটনায় একটি মামলা হয়েছে। আনুশকার বাবা মো. আলামিন বাদী হয়ে মামলাটি করেছেন।

এ বিষয়ে কলাবাগান থানার ডিইউটি অফিসার এস আই (উপপরিদর্শক) সাইদুল ইসলাম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে বলে শুনেছি। মামলায় ইফতেখার ফারদিন দিহানসহ আরো কয়েক জনকে আসামি করা হয়েছে বলে শুনেছি। মামলার কাগজ পেলে বিস্তারিত জানানো যাবে।

এর আগে বৃহস্পতিবার রাতে এ ঘটনায় আনুশকার প্রেমিক ইফতেখার ফারদিন দিহানসহ চার জনকে আটক করেছে কলাবাগান থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার আবুল হাসান।

তিনি বলেন, প্রাথমিকভাবে ইফতেখার ফারদিন দিহান আনুশকাকে ধর্ষণের পর হত্যা করেছে বলে আমাদের কাছে স্বীকার করেছে। তবে বিষয়টি আমরা যাচাই-বাছাই করে দেখছি। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। এছাড়া প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। দিহানের বাসা থেকে উদ্ধার হওয়া আলামতে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরো বলেন, নিহত শিক্ষার্থীর শরীরে নীল ফোলা জখমের চিহ্ন রয়েছে এবং রক্তক্ষরণ হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

কলাবাগান থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে আনুশকা তার বান্ধবীর বাসায় জন্মদিন পালন করতে যায়। সেখানেই শারীরিক নির্যাতন করে তাকে হত্যা করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এছাড়া দিহান ও আনুশকাকের মধ্যে গত দুই মাস ধরে প্রেমের সম্পর্ক চলছিল বলেও পুলিশ জানায়।


আরো সংবাদ



premium cement
রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদায়ী সাক্ষাৎ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৪টি স্বর্ণের বার উদ্ধার স্বামীসহ সাবেক এমপি হেনরীর বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে ৫ হাজার কোটি টাকার দুই ‘মেগা’ প্রকল্প বাতিল পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে ট্রেন যাবে খুলনায়, কাল উদ্বোধন দেশে ফ্যাসিবাদী ষড়যন্ত্র এখনো চলছে : বিএনপি মহাসচিব চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধাকে নাজেহাল করার ঘটনায় জামায়াতের নিন্দা শ্রম সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা পেশ করেছে পোশাক শ্রমিক নেতারা স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা

সকল