১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

১৬৪ ধারার জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছে দিসা মনির মামলার ২ আসামি

-

নারায়ণগঞ্জে আলোচিত দিসা মনিকে অপহরণ মামলায় কথিত প্রেমিক আব্দুল্লাহ ও সহযোগী রকিব ১৬৪ ধারার জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছে। আদালত তাদের আবেদন গ্রহণ করে তা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। গত ৯ আগস্ট তিন আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তারা বলেছিল, দিসা মনিকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়েছে। তবে ২৩ আগস্ট দিসা মনি জীবিত ফিরে এলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কাওসার আলমের আদালত এ আদেশ দেন। এর আগে আদালতে তোলা হয় দিসার স্বামী ইকবাল ও দুই আসামি রকিব ও আবদুল্লাহকে। তবে আরেক আসামি নৌকার মাঝি খলিলকে আদালতে তোলা হয়নি। আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর না করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। এবং দিসার স্বামী ইকবালকে জেলগেটে জিজ্ঞেসাবাদ করার অনুমতি দেয়।

আসামিপক্ষের আইনজীবী অ্যাড. মোঃ রোকন উদ্দিন বলেন, আমরা বিজ্ঞ আদালতে ১ ও ২ নং আসামি আব্দুল্লাহ ও রাকিবের জামিন চেয়েছিলাম। আদালত তাদের জামিন নামঞ্জুর করেছে এবং দিসা মনির কথিত স্বামী ইকবালের রিমান্ড নামঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন। একইসাথে পূর্ববতী ১৬৪ ধারায় দেয়া জবানবন্দি আসামিরা প্রত্যাহারের জন্য প্রস্তাব দিলে, আদালত তা মঞ্জুর করে নথিভুক্ত করার জন্য আদেশ দিয়েছে।

জামিন নামঞ্জুর করেছে সেক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্ত কি? এ প্রসঙ্গে অ্যাড. রোকন উদ্দিন বলেন, যেহেতু আসামিদের জামিন নামঞ্জুর হয়েছে সেক্ষেত্রে উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করবো।


আরো সংবাদ



premium cement
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি : উপদেষ্টা মাতৃভূমিতে নারী শিক্ষা বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন মালালা দোহারে ব্যাচ-৭৫ পুনর্মিলনী অনুষ্ঠান খুলনাকে ১৭৯ রানের টার্গেট দিলো রাজশাহী ঢাকা মেডিক্যালের মর্গে জুলাই অভ্যুত্থানের ৬ বেওয়ারিশ লাশ পলাতক ওসি শাহ আলমকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি নতুন বছরে মাঠে নামতে মায়ামিতে মেসি ফকিরহাটে লখপুর গ্রুপের ১৭ শিল্পপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি শ্রমিকদের স্বৈরাচারের সহযোগীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান রিপনের মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু বিক্ষোভের মাঝে মাদুরোর তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ

সকল