২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পূবালী ব্যাংকের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অবৈধ : হাইকোর্ট

পূবালী ব্যাংকের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অবৈধ : হাইকোর্ট - ছবি : সংগৃহীত

পূবালী ব্যাংক লিমিটেডের অনুষ্ঠিত ৩৭তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) কার্যক্রম অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বিচারপতি রেফাত আহমেদের একক বেঞ্চ এ রায় দেয়।

একই সাথে রায়ের কপি হাতে পাওয়ার ছয় সপ্তাহের মধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের জন্য নতুন করে এজিএম করতে বলেছে আদালত। আর নতুন এজিএম করে পরিচালনা পর্ষদ গঠিত না হওয়া পর্যন্ত আগের পর্ষদ দায়িত্ব পালন করবে।

এ রায়ের ফলে পূবালী ব্যাংক লিমিটেডের গত ৩০ জুলাই অনুষ্ঠিত এজিএমে গঠিত নতুন পরিচালনা পর্ষদের কার্যকারিতা নেই বলে জানিয়েছেন ব্যারিস্টার সাকিব মাহবুব।

আদালতে বৃহস্পতিবার আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। তার সাথে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব। অন্যদিকে, ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট রমজান আলী শিকদার, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, আইনজীবী জাকির চৌধুরী ও কারিশমা জহান।

ব্যারিস্টার সাকিব জানান, গত ৩০ জুলাই পূবালী ব্যাংক লিমিটেডের ৩৭তম এজিএম ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মু. আযীযুল হক।

ব্যাংকের এজিএম বিষয়ে ২৮ জুলাই হাইকোর্টে আবেদন করা হয়েছিল জানিয়ে ব্যারিস্টার সাকিব বলেন, ‘ওই আবেদন শুনানি নিয়ে আদালত বিষয়টি আমলে নিয়েছিল। এরপর গত ৩০ জুলাই পূবালী ব্যাংক লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেটি আমরা আদালতকে অবগত করি। এরপর আদালত মামলাটি শুনানি নিয়ে আজ রায় ঘোষণা করে।’

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
সড়ক দুর্ঘটনায় জামায়াতের রাজশাহী মহানগর আমিরসহ আহত ৩ ইসলামী ব্যাংকিং সংস্কারে প্রস্তাবনা এখন মানবিক সমাজ বিনির্মাণের খুব প্রয়োজন : অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ফল আমদানি কি আদৌ অত্যাবশ্যক ‘শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের অনুকম্পায় দল গঠন করছে না’ সোনাইমুড়ী উপজেলা যুবলীগের আহ্বায়ক খলিল গ্রেফতার এনডিএম ও গণধিকার পরিষদের সাথে বিএনপির লিয়াজোঁ বৈঠক বিনা শর্তে দাবি মেনে নেয়ার আশ্বাসে সাড়ে ৩ ঘণ্টা পর সড়ক ছাড়ল শ্রমিকরা রেমিট্যান্স বাড়ায় দেশের রিজার্ভ ২০ বিলিয়ন ডলারে পৌঁছেছে শরণার্থীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে দক্ষিণ সুদান সরকারকে বিরোধ নিষ্পত্তির নোটিশ এস আলম গ্রুপের, নইলে আন্তর্জাতিক সালিশির হুমকি

সকল