০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

অস্ত্র মামলায় সাহেদের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

অস্ত্র মামলায় সাহেদের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ - ছবি : সংগৃহীত

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র মামলায় দেয়া চার্জশিট গ্রহণ করেছে আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ ডিবি পুলিশের দেয়া চার্জশিট উপস্থাপন করলে আদালত গ্রহণ করে। একই সঙ্গে আগামী ২৭ আগস্ট আসামির উপস্থিতিতে চার্জ শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য করে।

উল্লেখ্য, গত ৩০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর মো: শায়রুল ঢাকা সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন। গত ১৩ আগস্ট মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে বদলির নির্দেশ দেন। সেমতে বুধবার আদালত চার্জশিট গ্রহণ করে উপরোক্ত মর্মে চার্জ শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য করে।

গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। পরদিন করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়।


আরো সংবাদ



premium cement