২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চাঁদা দাবির মামলায় আপন জুয়েলার্সের মালিকের পুত্রবধূর জামিন

চাঁদা দাবির মামলায় আপন জুয়েলার্সের মালিকের পুত্রবধূর জামিন - ছবি : সংগৃহীত

হুমকি দিয়ে চাঁদা দাবির মামলায় জামিন পেয়েছেন আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদ সেলিমের পুত্রবধূ ফারিয়া মাহবুব পিয়াসা।তিনি বনানীতে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদের স্ত্রী।

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন পিয়াসা। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে। পিয়াসার পক্ষে জামিন শুনানি করেন নজরুল ইসলাম ও সানাউল ইসলাম টিপু।

পিয়াসার আইনজীবী সানাউল ইসলাম টিপু জানান, গত ৫ মার্চ পিয়াসার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন তার শ্বশুর দিলদার আহমেদ। আদালত মামলাটি গুলশান থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। মামলাটি তদন্ত করে গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম গত ১ আগস্ট ফারিয়া মাহবুব পিয়াসাকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

আদালত ওই প্রতিবেদন আমলে নিয়ে পিয়াসাকে ১১ ডিসেম্বর আদালতে হাজির হতে সমন জারি করে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফাত আহমেদকে প্রতারণার ফাঁদে ফেলে ২০১৫ সালের ১ জানুয়ারি বিবাহ করেন পিয়াসা। পরে তিনি জানতে পারেন পিয়াসা মাদকাসক্ত এবং উচ্ছৃঙ্খল চলাফেরা ও জীবনযাপনে অভ্যস্ত। পরে সাফাত আহমেদ ২০১৭ সালের ৮ মার্চ পিয়াসাকে তালাক দেন। সাফাত রেইনট্রির ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকার পর গত বছরের ২৯ নভেম্বর জামিন পান। সাফাত জামিন পাওয়ার পর পিয়াসা বাড়িতে যায় এবং পরিবারের লোকজনের সাথে অশালীন আচরণ ও অনৈতিক কার্যকলাপ শুরু করে। পিয়াসা মাদকসহ বিভিন্ন নেশায় আসক্ত এবং তার মাদকসেবী বন্ধুদের সাথে নিয়ে বাসায় মাদক সেবনের আড্ডা দেয়। দিলদার আহমেদ পিয়াসা ও তার বন্ধুদের বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। পিয়াসা তাতে অস্বীকৃতি জানান।

গত ১০ ফেব্রুয়ারি পিয়াসা সাফাতের ছোট ভাই ও মায়ের সাথে খারাপ আচরণ দেখে বাদী বাধা প্রদান করেন। পরে পিয়াসা দিলদার আহমেদ ও তার পরিবারের লোকজনের প্রাণনাশের হুমকি প্রদান করেন এবং ৫ কোটি টাকা দাবি করেন। ১৪ ফেব্রুয়ারির মধ্যে টাকা দেয়ার আল্টিমেটাম দেয়। না দিলে তাদের পরিবারকে মিডিয়া ও ডিজিটাল আইনে বিভিন্ন মামলাসহ নারীঘটিত মামলায় জড়িয়ে জেল খাটানোর এবং সন্ত্রাসী দিয়ে দিলদার আহমেদকে মেরে ফেলার হুমকি দেন।

পরে গত ৫ মার্চ পিয়াসার বিরুদ্ধে হুমকি দিয়ে চাঁদা দাবির মামলা দায়ের করেন তার শ্বশুর দিলদার আহমেদ। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল