১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কাজের পরিবেশ উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে আইএলও : আইনমন্ত্রী

কাজের পরিবেশ উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে আইএলও : আইনমন্ত্রী - ছবি : সংগৃহীত

বাংলাদেশের শ্রম পরিবেশ উন্নয়নে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত আইএলও কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিয়াইনেনের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, এবছর আইএলও-এর একশ' বছর পূর্তি হবে। এই সংগঠনের সাথে আমাদের সুসম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সকল ব্যাপারে আইএলও’র সহযোগিতা আমাদের প্রয়োজন। ‘আমরা শ্রমিকদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে যে মান অর্জন করতে চাই, সেজন্য আইএলও'র সমর্থন ও সহযোগিতা প্রয়োজনের বিষয়টি নিয়েই আলোচনা করেছি।’

আইনমন্ত্রী জানান, তারা এসব সহযোগিতার ব্যাপারে শ্রম মন্ত্রণালয়ের সাথেও আলাপ-আলোচনা করবেন।

আইএলও’র কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিয়াইনেন বলেন, শ্রমিকদের সুরক্ষা ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে আইএলও। তিনি জানান, শ্রম আইন বাস্তবায়ন ও শ্রমিকদের দক্ষতা উন্নয়নে আইন মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের সাথে কাজ করবে আইএলও। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement