২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

এস কে সুর চৌধুরীর স্ত্রী ও মেয়ের জামিন স্থগিত

- ছবি : সংগৃহীত

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার এস কে সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীকে হাইকোর্টের দেয়া আগাম জামিন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

আজ সোমবার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও মিজানুর রহমান। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আসিফ হোসাইন।

এর আগে রোববার (৯ ফেব্রুয়ারি) এ মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীকে আগাম জামিন দেন হাইকোর্ট।

বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি মো: হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক।

এর আগে নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় গত বছরের ২২ ডিসেম্বর এস কে সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলা দায়েরের পর দুদকের উপ-পরিচালক মো: আকতারুল ইসলাম জানান, ‘সম্পদ বিবরণী দাখিল না করায় আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৬ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে। এর আগে ২০২২ সালের আগস্টে এই পরিবারের সব ধরনের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় দুদক। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্বীকার করলেন আইন উপদেষ্টা পদত্যাগে প্রস্তুত আছি : জেলেনেস্কি মেধাবীরা ঝরে যেতে থাকলে অযোগ্যরা সমাজ শাসন করতে থাকে : হাসনাত আব্দুল্লাহ মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদ ও অপতথ্য সম্পর্কে আইএসপিআরের প্রতিবাদ যেকোনো মূল্যে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন এলাকায় সংঘর্ষ : যুবক নিহত, আহত ১৫ কাঁঠালিয়ায় ধর্ষণ ছিনতাই বন্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’কে ‘গ’ শ্রেণিভুক্ত হিসেবে ঘোষণা অধিনায়কের বিদায়ে চাপে বাংলাদেশ বিশ্বব্যাপী কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনে অবদান রাখছে গাকৃবি : ভিসি সালমান ও তার পরিবার-সহযোগীদের ৩৫৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

সকল