২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের সম্প্রচারে বাধা নেই

বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের সম্প্রচারে বাধা নেই - সংগৃহীত ছবি

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ওয়ান সম্প্রচার বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে চ্যানেল ওয়ান সম্প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি মো: আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে চ্যানেল ওয়ানের মালিক গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় ও ব্যারিস্টার মারুফ।

এর আগে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) ‘চ্যানেল ওয়ান’ বন্ধ করে দেয়া নোটিশ বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে, দায়ের করা আবেদনের শুনানির দিনন নির্ধারণ করা হয় ১৬ ফেব্রুয়ারি। শুনানির তারিখ ঠিক করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ওইদিন আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি হওয়ার কথা ছিল।

১৬ বছর আগে বন্ধ হয়ে যায় দেশের বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ওয়ান’। ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টার কিছু পর তৎকালীন সরকার ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করে দেন। অভিযোগ রয়েছে, রাজনৈতিক এবং প্রতিহিংসাবশত শেখ হাসিনা বিটিআরসিকে বাধ্য করে জনপ্রিয় এই গণমাধ্যমটির সম্প্রচারে হস্তক্ষেপ করেন।

পরে হাইকোর্ট বিভাগে মামলা করেন চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ। কিন্তু সরাসরি তৎকালীন সরকারের অন্যায় নির্দেশে মামলার আবেদন খারিজ করে দেয়া হয়।


আরো সংবাদ



premium cement
যেকোনো মূল্যে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন এলাকায় সংঘর্ষ : যুবক নিহত, আহত ১৫ কাঁঠালিয়ায় ধর্ষণ ছিনতাই বন্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’কে ‘গ’ শ্রেণিভুক্ত হিসেবে ঘোষণা অধিনায়কের বিদায়ে চাপে বাংলাদেশ বিশ্বব্যাপী কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনে অবদান রাখছে গাকৃবি : ভিসি সালমান ও তার পরিবার-সহযোগীদের ৩৫৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ফিলিস্তিন ইস্যুতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ইরান-লেবাননের বাইরের সমালোচনায় কান দেন না কোহলি জনগণের সেবা করা অত্যন্ত গৌরবের : ধর্ম উপদেষ্টা আইন-শৃঙ্খলার বিষয়টি সরকার সিরিয়াসলি নিয়েছে : প্রেস সচিব

সকল