২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

এখনো মিথ্যা মামলা বন্ধ হয়নি : অ্যাটর্নি জেনারেল

বক্তব্য দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান - ছবি : সংগৃহীত

এখনো মিথ্যা মামলা বন্ধ হয়নি মন্তব্য করে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান বলেছেন, ‘বিগত সরকারের সময়ে পুলিশ ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা করেছে। ৫ আগস্টের পর পুলিশ কোনো মামলা করেনি। আওয়ামী আমলে ৭০০ মানুষ গুম হয়েছে, সাড়ে চার হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করেছে। এখন এসব বন্ধ হয়েছে।’

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীতে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। এ সময় কর্মশালায় বিভাগের চার জেলার বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা অংশ নেন।

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, ‘যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, এই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। আমরা ইতিহাসের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে নতুন ইতিহাস রচনা করতে এসেছি। শহীদদের রক্তের দায় থেকে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে এসেছি। আমরা যদি ফেল করি তাহলে দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব ভেঙে পড়বে।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বিগত সরকারের আমলে কারা কারা ফ্যাসিবাদের সাথে থেকে কাজ করেছেন আমরা তা সচেতনভাবে দেখেছি। যারা এখনো তাদের দোসর হয়ে কাজ করছেন তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, ‘প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগের কোনো প্রতিষ্ঠান যদি ঠিকভাবে কাজ না করে, তাহলে এর প্রভাব স্বাভাবিকভাবে অন্যদের ওপর পড়ে। ৫ আগস্টের আগে কেউ কেউ বাধ্য হয়ে কিংবা অতি উৎসাহিত হয়ে বিভিন্ন অপকর্ম করেছেন। ৫ আগস্টের পর অনেক মামলার চাপ পড়েছে। ওই সময়ে কিছু করার ছিল না।’

তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতেও কোনো নিরীহ লোককে গ্রেফতার না করতে নির্দেশ দেয়া হয়েছিল। এখন কোনো মামলা তদন্তে অসুবিধা হলে তা বিচার বিভাগ বিবেচনা করবে।’

এ সময় কর্মশালায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোকতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, ময়মনসিংহের সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন প্রমুখ বক্তব্য দেন।


আরো সংবাদ



premium cement