২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসাকে কারগারে পাঠানোর নির্দেশ

মোনালিসা ইসলাম - ছবি - ইউএনবি

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভানেত্রী সৈয়দা মোনালিসা ইসলামের তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর আমলি আদালতের বিচারক শারমিন নাহারের আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মোনালিসাকে তিন দিনের রিমান্ড শেষে বেলা ১২টার দিকে আদালতে নেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা একটি মামলায় গত রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরদিন ১৭ ফেব্রুয়ারি মেহেরপুর আমলি আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

সেসময় বিচারক শারমিন নাহার মোনালিসা তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। কোর্ট ইন্সপেক্টর মানষ রঞ্জন দাস বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা মামলাটিতে মোনালিসার সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। অপরদিকে পলি খাতুন নামের আরেক নারীর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এ সময় মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর সাইদুর রাজ্জাক, কোর্ট ইন্সপেক্টর মানষ রঞ্জন দাস এবং আসামিপক্ষে ইব্রাহিম শাহীন আইনজীবীর দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্রদের সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে দায়ের করা মামলার ১২ নম্বর এজাহারভুক্ত আসামি তিনি। এছাড়াও পলি খাতুনের গত ৫ আগস্ট দায়ের করা একটি জিআর মামলার প্রধান আসামি মোনালিসা।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement