২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার ৫ দিনের রিমান্ডে

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার ৫ দিনের রিমান্ডে - ছবি : সংগৃহীত

হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর থানাধীন গোলচত্ত্বর এলাকায় গুলিতে আনোয়ার হোসেন পাটোয়ারীকে হত্যার ঘটনায় করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়।

আজ বুধবার তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৯ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়। রিমান্ডে নেয়া হয় একাধিক মামলায়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী সরকারের পতনের দিন ৫ আগস্ট মিরপুর গোলচত্ত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী।

এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement