১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১, ১৩ শাবান ১৪৪৬
`

নাইকো মামলায় খালেদা জিয়া খালাস পাবেন আশাবাদ আইনজীবীদের

বেগম খালেদা জিয়া - ছবি - ইন্টারনেট

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ আটজনের রায়ের জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।

রায়ে বেগম খালেদা জিয়া খালাস পাবেন বলে আশা প্রকাশ করেছেন তার আইনজীবীরা।

আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া ও সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে। রাষ্ট্রপক্ষ সকল সাক্ষ্য প্রমাণে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি বলে দাবি করেন তারা। এতে বুঝা যায়, মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

তিনি আরো বলেন, ‘আমরা আশাবাদী বেগম খালেদা জিয়া মামলার দায় হতে খালাস পাবেন।’

২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় বেগম খালেদা জিয়াসহ পাঁচজনের নামে মামলা করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সাথে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে এ মামলা হয়।

এরপর ২০১৮ সালের ৫ মে বেগম খালেদা জিয়াসহ ১১ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাদের রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।

২০২৩ সালে ১৯ মার্চ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন।

মামলার অন্য সাতজন হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল করপোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মো: শফিউর রহমান মারা যাওয়ায় মামলা থেকে তাদের অব্যাহতি দেয়া হয়।

এ মামলার বিচার চলাকালীন ৬৮ সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের যুবক নিহত ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, পুলিশ আপনাদের সাথে আছে : জিএমপি কমিশনার আবুল কাসেমের জানাজায় আ’লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জামায়াত আমিরের বইমেলা পরিদর্শন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হলেন শাহজাহান মিয়া শবে বরাতের মহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ায় আত্মনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার খাগড়াছড়িতে কারারক্ষীদের আন্দোলনে জেলার অবরুদ্ধ এখন থেকে ৯৯৯-এর সেবা পাওয়া যাবে ইংরেজিতেও প্রধান উপদেষ্টার সাথে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষককে দুদকে তলব

সকল