দেওয়ানি মামলা অনুশীলন নিয়ে আইনজীবীদের প্রশিক্ষণ দিল ডুলা
- নিজস্ব প্রতিবেদক
- ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৩
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দেওয়ানি মামলা অনুশীলনের বিভিন্ন দিক নিয়ে আইনজীবীদের প্রশিক্ষণ দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি এলএলএম লইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা)।
আজ বৃহস্পতিবার ডুলার নির্বাচিত সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. মাকুসদ উল্লাহ এ তথ্য জানিয়েছেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘হাইকোর্ট বিভাগে দেওয়ানি অনুশীলনের বর্তমান প্রবণতা এবং চ্যালেঞ্জসমূহ’ বিষয়ে আলোচনা করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: জাকির হোসেন।
এ সময় তিনি উচ্চ আদালতে দেওয়ানি মামলা অনুশীলনের বিভিন্ন দিক, চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। আইনজীবীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন ডুলার সভাপতি অ্যাডভোকেট আলী আহমেদ খোকন। প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন ডুলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন।
এ সময় ডুলার সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো: মাকুসদ উল্লাহ, যুগ্ম সম্পাদক মো: আনিসুজ্জামান, সদস্য মীর মোহাম্মদ হালিম, এরশাদুল বারী। প্রশিক্ষণ সেশনে কয়েক শ’ আইনজীবী অংশগ্রহণ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা