সুপ্রিম কোর্টের আইনজীবী শহিদুল ইসলাম সপুর স্মরণে দোয়া
- নিজস্ব প্রতিবেদক
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৯
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691854_145.jpg)
সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম সপুর স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহের আইনজীবীদের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো: ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম, সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশ আইন সমিতির আহ্বায়ক মনির হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব মো: শহীদুজ্জামান, মো: তৌহিদুল ইসলাম, মো: কামাল হোসেন, আব্দুল্লাহ আল মাহবুব, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক কামরুজ্জামান মামুন, ফোরামের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মো: মাকসুদ উল্লাহ, মো: রুহুল আমিন, গোলাম মোকতাদির উজ্জ্বল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘শহিদুল ইসলাম সপু আইনজীবীদের কাছে প্রিয় মুখ ছিলেন। অল্প বয়সে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।’
তিনি মরহুম সপুর রূহের মাগফেরাত কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট ফজলুর রহমান পবিত্র আল-কুরআনের আয়াত উদ্ধৃত করে বলেন, ‘মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবেই।’
শহিদুল ইসলাম সপুর রূহের মাগফেরাত কামনা করেন অ্যাডভোকেট ফজলুর রহমান।
বৃহত্তর ময়মনসিংহের আইনজীবীদের আয়োজিত এই অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আলী, শহীদুজ্জামান ও এম এরশাদ হোসেন রাশেদ।
গত ১২ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যাডভোকেট শহিদুল ইসলাম সপু। এরপর সুপ্রিম কোর্টে জানাজা শেষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি ১৯৭২ সালের ১ মার্চ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার টেপু কুশরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা অ্যাডভোকেট মরহুম আবুল কাশেম মিয়া সুপ্রিম কোর্টের পাশাপাশি টাঙ্গাইল জেলা বারেও আইনজীবী হিসেবে সুনাম কুড়িয়েছেন। লেখাপড়া শেষে বাবার পেশার প্রতি শ্রদ্ধা ও আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আগ্রহ নিয়ে আইন পেশায় মনোনিবেশ করেন শহিদুল ইসলাম সপু। তিনি ২০০১ সালের ২৪ মার্চ বাংলাদেশ বার কাউন্সিল থেকে আইনজীবী সনদ লাভ করে ঢাকা বারে আইন পেশায় নিয়োজিত হন। এরপরে ২০১৩ সালের ১৯ আগস্ট সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে মনোনীত হন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা