ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১০, আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১১
আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনের পর অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। এতে সাক্ষ্যগ্রহণের ক্ষেত্রে ট্রাইব্যুনালের স্বাধীনতা এবং তল্লাশি ও আলামত জব্দ করার ক্ষেত্রে তদন্ত কর্মকর্তার ক্ষমতা বাড়ানোর বিষয়গুলো যুক্ত করা হয়েছে।
১৯৭১ সালের যুদ্ধাপরাধের বিচারে গঠিত এ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া যখন চলছে, এর মধ্যেই এ আইনটিতে সংশোধন আনা হলো।
‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স ২০২৫’ নামের এই আইনের ৪, ৮, ৯, ১১, ১২ ও ১৯ নম্বর ধারা সংশোধন করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আইনটি সংশোধনের প্রস্তাব গত ২০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের অনুমোদন পায়।
জাতীয় সংসদ চলমান না থাকায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এ অধ্যাদেশ জারি করেন, যার বিজ্ঞপ্তি সোমবার প্রকাশ করা হয়।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা