১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১, ১১ শাবান ১৪৪৬
`

বিচারহীনতার সংস্কৃতি উত্তরণে প্রেসক্রাইবড ফরম সংযোজন প্রস্তাব

- ছবি : বাসস

বিচারহীনতার সংস্কৃতি উত্তরণে প্রেসক্রাইবড ফরম সংযোজন প্রস্তাব করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। কমিশনের প্রতিবেদনে এ সংস্কার প্রস্তাব করা হয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান প্রতিবেদনটি হস্তান্তর করেন।

পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংস্কার প্রস্তাবের সারসংক্ষেপ গণমাধ্যমে পাঠানো হয়। মোট ২৮ দফা প্রস্তাবের স্থাায়ী অ্যাটর্নি সার্ভিস গঠন সংক্রান্ত অংশটি ২৬ নম্বরে রয়েছে।

বিচারহীনতার সংস্কৃতি বিষয়ে প্রস্তাবে বলা হয়, বিচারহীনতার সংস্কৃতি থাকলে রাষ্ট্রে এমন অনেক অপরাধ সংঘটিত হয় যার বিচার বেশিভাগ ক্ষেত্রে উপেক্ষিতই থাকে। এসব অপরাধের প্রতিকার বিধান না হওয়ায় অপরাধের পুনরাবৃত্তি ঘটতেই থাকে এবং আইন মানার প্রতি সংশ্লিষ্ট অপরাধীদের কোন দায়িত্ববোধ জন্মে না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জনসচেতনতা সৃষ্টি এবং পরবর্তীতে আইনের কঠোর প্রয়োগ থাকা প্রয়োজন।

এই উদ্দেশে ফৌজদারী কার্যবিধির ১৯০ (১) (গ) ধারার অধীনে অপরাধ আমলে নেয়ার সুবিধার্থে উক্ত বিধিতে প্রেসক্রাইবড ফরম সংযোজন করা হয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement