এস কে সুর চৌধুরীর স্ত্রী ও মেয়ের হাইকোর্টে আগাম জামিন
- নিজস্ব প্রতিবেদক
- ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৬
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691118_129.jpg)
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিচারপতি মো: মাহবুব-উল ইসলাম ও মো: হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আসামিদের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও মিজানুর রহমান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আসিফ হোসাইন। এদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মজিবর রহমান।
এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মজিবর রহমান বলেন, ‘দুদকের মামলায় তারা আগাম জামিন আবেদন করলে হাইকোর্ট তা মঞ্জুর করেন।’
এর আগে, ২০২২ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নরের পরিবারের সকল ধরনের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় দুদক।
পরে ২০২৪ সালের ২২ ডিসেম্বর নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নরসহ তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মামলা করে দুদক।
দুদক আইন ২০০৪-এর-২৬ (২) ধারায় অভিযোগ এনে এ মামলা করা হয় বলে দুদকের উপ-পরিচালক মো: আকতারুল ইসলাম নিশ্চিত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা