ময়মনসিংহে শিশু তাসিন হত্যা মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১২
ময়মনসিংহের নান্দাইলে শিশু তাসিন হত্যা মামলায় আসামি শহিদ মিয়াকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা অতিরিক্ত দায়রা জজ আলী মুনসুর এ রায় ঘোষণা করেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাহের উদ্দিন ও তহুরা বেগম নামে দু’জনকে খালাস দিয়েছে আদালত।
২০১৬ সালের ১৫ আগস্ট নান্দাইলের মুল্লী গ্রামের সাত বছরের শিশু তাসিনকে অপহরণ করে শহিদ মিয়া। পরে মুক্তিপণ না পেয়ে ১৭ আগস্ট শ্বাসরোধে তাকে হত্যা করে পাশের বাড়ির সেফটি ট্যাংকিতে লুকিয়ে রাখেন তিনি।
এ ঘটনায় তাসিনের মা পলিনা খাতুন নান্দাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রায় প্রদানের সময় রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর মো: শমীম উল আজম খান। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মনোয়ারা বেগম পারভীন।
সূত্র : বাসস