০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

সাবেক এমপি ফজলে করিমকে ১৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী - ছবি - ইন্টারনেট

চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে আগামী ১৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ বুধবার আইসিটি মামলায় গ্রেফতার দেখানোর জন্য প্রোডাকশন ওয়ারেন্ট আবেদনের ওপর শুনানি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তুজা মজুমদার চৌধুরী ও সদস্য মহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত বিচারিক প্যানেল এ আবেদন মঞ্জুর করে তাকে চলতি মাসের ১৬ তারিখ হাজির করার আদেশ দেন।

সেইসাথে, ট্রাইবুনালের দু’টি মামলায় বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্টস জব্দ করার বিষয়ে প্রসিকিউশন আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।

প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, গাজী মনোয়ার হোসেন তামিম ও আব্দুল্লাহ আল নোমান।

এসময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, তারেক আব্দুল্লাহ ও তানভীর হাসান জোহা।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বিগত ১২ সেপ্টেম্বর গ্রেফতার হন এবিএম ফজলে করিম চৌধুরী।

আওয়ামী লীগের নেতা ও চট্টগ্রাম-৬ আসনের সাবেক এ সংসদ সদস্যর বিরুদ্ধে হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও অপহরণসহ বিভিন্ন অপরাধের অভিযোগে মামলা রয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
‘ফেনী সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে’ চার প্রদেশ, নতুন বিভাগ, ডিসি-ইউএনও পদবি পরিবর্তনসহ সংস্কারে যত প্রস্তাব স্বপ্নের ফাইনালে চিটাগং কিংস উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের সুপারিশ সহজ জয়ে আর্জেন্টিনা, লড়তে হলো ব্রাজিলকে সাবেক এমপি ফজলে করিমকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ হাটহাজারীতে চেয়ারম্যান গ্রেফতার, সমর্থকদের হামলায় ওসি-ডিবিসহ আহত ৬ হাসিনার যেকোনো রাজনৈতিক পদক্ষেপের জন্য ভারত দায়ী থাকবে : নাহিদ স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরি ১৪৭৮১৮ টাকা মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই : বাউবি ভিসি হেটমায়ারের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে খুলনার সংগ্রহ ৬ উইকেটে ১৬৩ রান

সকল