০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল - ছবি - ইন্টারনেট

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

নিষেধাজ্ঞা দেয়া অন্যরা হলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ফরিদ আজিজ, বেনাপোল কাস্টম হাউজের সাবেক কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী ও তার স্ত্রী হোসনা ফেরদৌস সুমি।

দুদকের পৃথক তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জেষ্ঠ্য বিশেষ জজ জাকির হোসেন গালিব আজ রোববার এই আদেশ দেন।

মোজাম্মেল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে ঠিকাদারী কাজে কমিশন গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাত করে বিদেশে পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।

তিনি দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। অনুসন্ধান কার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তার বিদেশ গমণ রহিত করা একান্ত আবশ্যক।

সাবেক অতিরিক্ত সচিব ফরিদ আজিজের দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদনে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ফরিদ আজিজসহ অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতপূর্বক বিদেশে অর্থ পাচারসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য দুই সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অভিযোগসংশ্লিষ্ট ফরিদ আজিজ গোপনে দেশ ত্যাগের চেষ্টা করছেন।

স্ত্রীসহ যশোর কাস্টম হাউজের সাবেক কমিশনারের দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইসহ ঘুষ, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে হাজার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের নামে-বেনামে দেশে ও কানাডাসহ বিভিন্ন দেশে প্রচুর স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। তাছাড়া তিনি তার ভাইসহ বিভিন্ন ব্যক্তির নামে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ডেভেলপার, রিয়েল এস্টেট কোম্পানিসহ শেয়ার বাজারে প্রচুর অর্থ বিনিয়োগ করেছেন বলে তথ্য পাওয়া যায়। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তার অবৈধ অর্জিত অর্থ তিনি দেশে ও বিদেশে বিভিন্ন ব্যক্তি ও বিভিন্ন মাধ্যমে স্থানান্তর করেছেন বলেও অনুসন্ধানকালে তথ্য পাওয়া যায়।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
জাকাত অর্থনীতির স্বরূপ ও ভূমিকা পাঠ্যপুস্তক পুনর্লিখন : প্রকৃত সত্য তুলে আনতে হবে চাঁদপুরে সমবায় কর্মকর্তাকে লাঞ্ছিতকারী আ’লীগ নেতা জহির গ্রেফতার অভ্যুত্থানে আহতদের আজীবন চিকিৎসাসহ ভাতা দেয়ার চিন্তায় সরকার নির্বাচনে মনোনয়ন বাণিজ্য ও টাকার খেলা রংপুরে ২৪ ঘণ্টায় আ’লীগ, যুবলীগ, মহিলা লীগ ও ছাত্রলীগের ৩৫ জন গ্রেফতার ১৭ বছর পর বাড়ি ফিরলেন জুয়েল মিয়া! বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় জ্বালানি নির্ভরতা বাড়ানো নবাগত শিক্ষার্থীদের নিয়ে বাকৃবিতে ‘মিট উইথ শিবির’ অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা সংস্কারের কথা বলে গণতন্ত্রের পথকে আটকানো মানুষ গ্রহণ করবে না : রিজভী

সকল