২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১, ২৭ রজব ১৪৪৬
`

পিএসসির অধীনে নিয়োগপ্রাপ্ত ৩৫৩৪ জনের নিয়োগ স্থগিত

পিএসসির অধীনে নিয়োগপ্রাপ্ত ৩৫৩৪ জনের নিয়োগ স্থগিত - ছবি : সংগৃহীত

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে ৯ম ও ১০ম গ্রেডের (নন-ক্যাডার) কারিগরী ও মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহের জুনিয়র ইন্সট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর পদে তিন হাজার ৫৩৪ জনের নিয়োগ স্থগিত করেছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি মো: আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে ওই নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুলনিশি জারি করেন। একইসাথে ওই নিয়োগ তিন মাসের জন্য স্থগিত করেন।

আবেদনকারী ১৮ জনের পক্ষে এ মামলা শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট মো: মাকসুদ উল্লাহ। সাথে ছিলেন আইনজীবী এ জেড এম নুরুল আমিন, মো: রুকনুজ্জামান, আবু সাঈদ খান, শফিকুল ইসলাম প্রমুখ।

আইনজীবীরা জানান, গত ২০২১ সালের ২৬ অক্টোবর পিএসসি কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। পরে ২০২৩ সালে ১৮ মার্চ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ গত ২৩ জানুয়ারি সর্বমোট তিন ৫৩৪ জনের নিয়োগ প্রদানের সার্কুলার জারি করা হয় এবং উক্ত সার্কুলার ২৯ জানুয়ারি তারিখে যোগদান করার নির্দেশনা দেয়া হয়।


আরো সংবাদ



premium cement