২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

ছাগলকাণ্ড : মতিউরের স্ত্রী কানিজকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

- ছবি - ইন্টারনেট

দুর্নীতির মামলায় গ্রেফতার ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে এক দিনের জেলগেট জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ মো: জাকির হোসেন গালিব তার জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে এক দিনের জেলগেট জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

এর আগে, গত ১৪ জানুয়ারি দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে লায়লা কানিজকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। পরের দিন ১৫ জানুয়ারি তাকে আদালতে হাজির করে এ মামলায় সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত এদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসাথে এ বিষয়ে শুনানির জন্য ১৯ জানুয়ারি দিন ধার্য করেন।

এদিন শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন এবং রিমান্ড শুনানির জন্য আজ রোববার দিন ধার্য করেন। আজ তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি লায়লা কানিজের বিরুদ্ধে ১৩ কোটি এক লাখ ৫৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। পাশাপাশি এক কোটি ৫৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগও রয়েছে। এজন্যও তাকে মামলায় আসামি করা হয়।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
শনিরআখড়ায় প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০ হত্যা মামলায় সালমান এফ রহমান ৩ দিনের রিমান্ডে ট্রাম্পের শুল্ক নীতি চীনের অর্থনীতিকে চাপে ফেলতে পারে ঢাবি ভিসির সাথে ৭ কলেজের অধ্যক্ষদের জরুরি সভা চলছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে চরমোনাই পীরের সাথে বৈঠকে মির্জা ফখরুল খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যত বিভাগ আছে, তা আগামী ৬ মাসের মধ্যে সংস্কার করা সম্ভব : মিয়া গোলাম পরওয়ার ঢাবি প্রো-ভিসির পদত্যাগের ৪ ঘণ্টার আল্টিমেটাম লেবানন-ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর

সকল