খুলনায় হিন্দু ব্যক্তি হত্যার বিষয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর : প্রেস উইং
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ জানুয়ারি ২০২৫, ১৫:৩৩, আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫, ১৫:৩৪
প্রধান উপদেষ্টার প্রেস উইং খুলনার তেতুলতলায় এক হিন্দু ব্যক্তিকে হত্যার বিষয়ে বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিভ্রান্তিকর বলে জানিয়েছে।
গতকাল শনিবার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ- সিএ প্রেস উইং ফ্যাক্টস-এ পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, ‘শুক্রবার রাতে খুলনার তেতুলতলায় এক হিন্দু যুবকের হত্যার বিষয়ে বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে।’
পুলিশ নিশ্চিত করেছে যে শুক্রবার খুলনায় অর্ণব কুমার সরকারকে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডটি তার ধর্মের সাথে সম্পর্কিত ছিল না। স্থানীয়রা এটিকে ঘৃণামূলক অপরাধ হিসেবেও রিপোর্ট করেনি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার কুতুব উদ্দিন বলেন, ‘আমাদের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে স্থানীয় মাদক পাচারকারীরা অর্ণবকে হত্যা করেছে। তাকে তার ধর্মীয় পরিচয়ের কারণে হত্যা করা হয়নি। যে এলাকায় তাকে হত্যা করা হয়েছে, সেখানে কোনো সাম্প্রদায়িক উত্তেজনাও ছিল না।’
তিনি বলেন, হত্যাকাণ্ডে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য সন্দেহভাজনকে ধরতে অভিযান চলছে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা