২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পদ ক্রোক

অবৈধভাবে পাচার ৮৩ বিলিয়ন ডলার, ১৭ মামলা তদন্ত করছে সিআইডি
সালমান এফ রহমান - ফাইল ছবি

বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ২৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

আদালতের নির্দেশে এসব সম্পদ ক্রোক করা হয় বলে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সিআইডির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) মো: বাছির উদ্দিন নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রেড বেইসড মানিলন্ডারিংয়ের মাধ্যমে এরই মধ্যে ৮৩ মিলিয়ন ডলার বিভিন্ন দেশে পাচারের আভিযোগ রয়েছে সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে। এসব ঘটনায় ১৭টি মামলা দায়ের করেছে সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। মামলাগুলো বর্তমানে চলমান রয়েছে।

মো: বাছির উদ্দিন জানান, সালমান এফ রহমানের মালিকানাধীন অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড ও গ্যাস কাঞ্চনপুর অ্যাপারেলস লিমিটেড নামে দুটি প্রতিষ্ঠানের নামে ২১টি এলসি/সেলস কন্ট্রাক্টের (বিক্রয় চুক্তি) মাধ্যমে দুবাইয়ের শারজায় অবস্থিত সালমান এফ রহমানের ছেলের মালিকানাধীন প্রতিষ্ঠান জজ গ্লোবাল ট্রেডিং (এফজেটই) মাধ্যমে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময় ২ কোটি ৬০ লাখ ৯৮৪ ইউএস ডলারের পণ্যমূল্য রফতানি করে অর্থ পাচার করেছে। বর্তমানে বিষয়টি মানিলন্ডারিং মামলা তদন্তাধীন আছে।

তিনি বলেন, এজাহারনামীয় আসামিদের সহযোগিতায় সংঘবদ্ধভাবে বৈদেশিক বাণিজ্যের আড়ালে বিদেশে টাকা পাচারের অসদুদ্দেশ্যে নিজেদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পণ্য রফতানি করে।

এজানামীয় আসামিদের নামে ঢাকা জেলার দোহার থানা এলাকায় থাকা প্রায় ২ হাজার শতাংশ জমি এবং ভূমির উপর নির্মিত স্থাপনা, গুলশানের দি ইনভয় নামে দুটি বিল্ডিং সালমান এফ রহমানের ছেলে এবং এজাহারনামীয় আসামি আহমেদ শাহরিয়ার রহমানের নামে ৬ হাজার ১৮৯ দশমিক ৫৪ বর্গফুটের একটি ফ্ল্যাট এবং গুলশান আবাসিক এলাকার ৬৮/এ নম্বর রাস্তার, ৩১ নম্বর প্লটের উপর নির্মিত ট্রিপ্লেটস নামীয় ৬তলা বিল্ডিংয়ের ২য় ও ৩য় তলার বি ১/২ (ডুপ্লেক্স), ২ হাজার ৭১৩.১০ বর্গফুটের আরো একটি ফ্ল্যাট আদালতের আদেশে ক্রোক করা হয়। যার বর্তমান বাজার মূল্য ২৫০ কোটি।


আরো সংবাদ



premium cement
সিরাজগঞ্জে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষ্যে কম্বল বিতরণ ‘অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর ছিলেন সাংবাদিক তোফাজ্জল হোসেন’ ভারত আওয়ামী ফ্যাসিস্টদের আশ্রয় দিয়েছে : ডা. তাহের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক নজরুল ইসলামকে রংপুরে বদলি ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো শিবিরের প্রকাশনা উৎসব সাবেক মন্ত্রী মোজাম্মেলের নাতি গ্রেফতার আমতলীতে একই গ্রামে ৪টি ইটভাটা হুমকিতে জীববৈচিত্র্য ও ফসলি জমি ডুমুরিয়ায় প্রশাসনের ভেঙে দেয়া ইটভাটা ৩ দিনের মাথায় চালু! কিশোরগঞ্জে বালু লুটের মহোৎসব রাজস্ব হারাচ্ছে সরকার হাজরাবাড়ী পৌর এলাকায় যানজটে অতিষ্ঠ সবাই লংগদুতে কোটি টাকার বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

সকল