২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

স্ত্রীসহ সাবেক মন্ত্রী তাজুল ইসলামের নামে দুদকের মামলা

সাবেক মন্ত্রী মো: তাজুল ইসলাম - ছবি : বাসস

জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মো: তাজুল ইসলাম ও তার স্ত্রী ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২২ জানুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এক ব্রিফিংয়ে এ মামলা দু’টি বিষয়ে জানান।

তিনি জানান, প্রাক্তন মন্ত্রী তাজুল ইসলামের বিরুদ্ধে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে জ্ঞাত-আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সাত কোটি ৮০ লাখ ২০ হাজার ৯৩৭ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে।

এছাড়া, তিনি ৩৫টি ব্যাংক হিসাবে সন্দেহজনক ৭৩ কোটি ৬২ লাখ ৪০ হাজার ৪৩৯ টাকা জমা ও ৬৬ কোটি ১২ লাখ ৫৭ হাজার ৬৭৮ টাকা উত্তোলনসহ মোট ১৩৯ কোটি ৭৪ লাখ ৯৮ হাজার ১১৭ টাকা লেনদেন করে তা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করেছেন।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, তাজুল ইসলামের স্ত্রী ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত-আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ছয় কোটি ৯০ লাখ দু’ হাজার ৪ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং অভিযোগ সংশ্লিষ্ট মো: তাজুল ইসলাম অসদুপায়ে উপার্জিত অর্থ দ্বারা স্ত্রীর নামে উল্লেখিত সম্পদ অর্জনে সহায়তা প্রদান করেছেন।

এছাড়া, ১১টি ব্যাংক হিসাবে সন্দেহজনক ১৩ কোটি ৯৩ লাখ ৫০ হাজার ২০৩ টাকা জমা ও ১৩ কোটি ১৮ লাখ ৪৪ হাজার ৯৭৫ টাকা উত্তোলন করে তা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করেছেন।

তাই তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) যারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ দণ্ডবিধি ১০৯ ধারায় একটি মামলাসহ মোট দু’টি মামলা দায়ের করা হয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement