১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস কারাগারে

পুলিশের হেফাজতে বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস - ছবি : সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দলের সহযোগিতায় মিরপুর-১০ এর সেনপাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সোয়া ১২টার পর মাসুদকে দুদক কার্যালয়ে নেয়া হয়। এরপর দুপুর ২টার পরে আদালতে নেয়া হয় বিএফআইইউ-এর সাবেক প্রধানকে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২ জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করে দুদক। মামলার এজাহারে তার বিরুদ্ধে এক কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

এদিকে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মাসুদ বিশ্বাসের স্ত্রী কামরুন নাহারেরও সম্পদ বিবরণী তলব করা হয়েছে।


আরো সংবাদ



premium cement