১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেফতার

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাস - ছবি : সংগৃহীত

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ শনিবার পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে দুদকের একটি সূত্রে জানা গেছে। তবে কখন ও কোথা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে সূত্রটি তা জানায়নি।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২ জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে।

জানা গেছে, ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সংস্থাটির উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাকে আদালতে হাজির করবে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাসুদ বিশ্বাস তার নিজ নামে এক কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করে তা নিজে ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এজন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়।

এছাড়া মাসুদ বিশ্বাসের স্ত্রী কামরুন নাহারের নিজ নামে ৭২ লাখ ৫৬ হাজার ৯৯৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদের তথ্য পাওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(১) ধারায় পৃথক সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন দেয়া হয়।

ঢাকার বিভিন্ন জায়গায় এই দম্পতির নামে জমি ও ফ্ল্যাট রয়েছে, যাচাইকালে তা খতিয়ে দেখার কথা জানিয়েছে দুদক। অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ ও অর্থপাচারের অভিযোগ পাওয়া পর গত বছরের ২৫ সেপ্টেম্বর মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানের কথা জানায় দুদক। অভিযোগ তদন্তে সংস্থাটির উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানকে দলনেতা করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়।


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে হত্যা মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার বাংলার জমিনে ইনসাফ কায়েমের লড়াই চলবেই : জামায়াত আমির যুক্তরাষ্ট্রের সাথে যে যুদ্ধের জন্য প্রস্তুত কানাডা জানালেন পররাষ্ট্রমন্ত্রী মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০ অস্ত্র মামলায় সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর কারাগারে ‘সমতল ভূমি ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায়ের’ সাথে মির্জা ফখরুলের মতবিনিময় পানের দাম বৃদ্ধিতে মাইকিং! সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের অনুমোদন জনপ্রিয়তা হারানোর আগে দ্রুত নির্বাচন দিন : খন্দকার আবু আশফাক আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয়, হতে পারে মৃত্যুদণ্ড জনপ্রশাসনে সমতা আনতে হবে

সকল