এনসিটিবির সামনে সঙ্ঘর্ষের ঘটনায় ৩০০ জনের নামে মামলা
- নিজস্ব প্রতিবেদক
- ১৭ জানুয়ারি ২০২৫, ২২:০২
রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে সঙ্ঘর্ষের ঘটনায় আটক দু’জনসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত প্রায় ৩০০ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে মতিঝিল থানায় ‘পাহাড়ি ছাত্র পরিষদ’ ঢাকা মহানগরের সভাপতি জগদীশ চাকমা মামলাটি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এনসিটিবি-এর সামনে দু’ পক্ষের সঙ্ঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এখানে আটক হওয়া দু’জনসহ ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটির তদন্ত চলমান রয়েছে।’
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বুধবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে আগে ঘোষণা করা কর্মসূচি অনুযায়ী শান্তিপূর্ণভাবে একটি মিছিল মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে যায়। সেখানে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে উপজাতি ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা চালায়। এতে ১৫ জন গুরুতর আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মো: আব্বাস ও আরিফ আল কবির নামের দু’ ব্যক্তিকে আটক করে পুলিশ।