১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

পরিবহন খাতে চাঁদাবাজি : এনায়েত উল্লাহর বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু

খন্দকার এনায়েত উল্লাহ - ছবি - ইন্টারনেট

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহর দৈনিক দেড় কোটি টাকার চাঁদাবাজির অভিযোগের বিষয়ে আজ মঙ্গলবার তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্র বলছে, পরিবহন সংক্রান্ত ফি ও লেভিসহ নিয়মতান্ত্রিক চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে এই তদন্ত করা হচ্ছে।

এনায়েত উল্লাহর বিরুদ্ধে নানা অজুহাতে পরিবহন খাত সংশ্লিষ্টদের (মালিক ও চালক) কাছ থেকে অর্থ আদায়ের পরিকল্পনা করার অভিযোগ রয়েছে।

তদন্তটি বেআইনি আর্থিক সুবিধা গ্রহণ সম্পর্কে খাত সংশ্লিষ্টদের দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে। এনায়েত উল্লাহর আর্থিক নৈতিক সুবিধা গ্রহণের কারণে পরিবহন মালিক-চালক এবং যাত্রীরা সমানভাবে প্রভাবিত হয়েছেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement