১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

নাইকো দুর্নীতি মামলার শুনানি ২১ জানুয়ারি

বেগম খালেদা জিয়া - ছবি - বিবিসি

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে আবারো সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার ছয়জনের সাক্ষ্যগ্রহণের পর ঢাকার বিশেষ জজ আদালত এ তারিখ নির্ধারণ করেন।

কানাডার জ্বালানি কোম্পানি নাইকোর সাথে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের চুক্তি করে রাষ্ট্রের প্রায় ১০,০০০ কোটি টাকা ক্ষতি করার অভিযোগে এ মামলাটিও হয় ২০০৮ সালে।

বাংলাদেশে তখন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল।

মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আসামি করা হয়েছিল। কারণ চুক্তিটি প্রথম করা হয়েছিল ১৯৯৬ সালে, যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন। পরে ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আদালত শেখ হাসিনাকে এই মামলা থেকে অব্যাহতি দেয়। তবে মামলাটি রয়ে যায় এবং আসামি হিসেবে থেকে যান খালেদা জিয়া।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement