১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

সরকারি কোনো সংস্থা অসহযোগিতা করছে, এখনো বলার সময় হয়নি : তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম - ছবি - ইন্টারনেট

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ঘটনায় রাষ্ট্রীয় কোনো সংস্থা অসহযোগিতা করছে, এটা এখনই বলা যাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

এর আগে প্রসিকিউশন টিমের আরেক ব্রিফিংয়ে অসহযোগিতার অভিযোগ করা হয়েছিল।

ওই ব্রিফিং এর পরে প্রসিকিউশনের পক্ষ থেকে আগের ব্রিফিংটি ভুলবশত করা হয়েছে উল্লেখ করে কোনো সংবাদ প্রচার না করার জন্য অনুরোধ করা হয়।

একইসাথে চিফ প্রসিকিউটরের রুমে যেতে সাংবাদিকদের অনুরোধ করা হয়।

পরে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ‘বিভিন্ন মোবাইলে ধারণকৃত ভিডিও, ফুটেজ, কল রেকর্ড, ম্যাসেজ, বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছ থেকে এসব ফুটেজ আমরা পেয়েছি।’

‘কম্পাইলেশনের পরে আমরা এখান থেকে বেছে বেছে সেই ভয়েসগুলো, ভিডিও ফুটেজগুলো, দৃশ্যগুলো, মেসেজগুলো ডিজিটালি ফরেনসিক করার জন্য সিআইডিকে একটা ফরেনসিক রিপোর্ট দেয়ার জন্য নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম’ বলেন তাজুল ইসলাম।

‘সরকারের কোনো সংস্থার সহযোগিতা বা অসহযোগিতার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা দিচ্ছি না। কারণ এটা চলমান একটা প্রক্রিয়ার মধ্যে আছে। সুতরাং কাউকে এই মুহূর্তে আমরা দায়ী করা বা কারো বিরুদ্ধে ব্লেম করার মতো অবস্থায় আমরা এখনো যাইনি। সুতরাং এই ব্যাপারে কোনো ভুল বোঝাবুঝি যেন না হয়, সেটা পরিষ্কার করছি’ বলেন চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, ‘সরাসরি অভিযোগ করার পর্যায়ে আমরা এখনো নেই।’

‘যে তথ্যটা যত সময়ের মধ্যে দেয়া দরকার, হয়তো সে সেই সময়ের মধ্যে দিলো না। এর মানে এই নয় যে সে অসহযোগিতা করছে। অনেক কারণেই সময় লাগতে পারে’ জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, ‘সহযোগিতা চলমান আছে এটা আমরা বলতে পারি।’

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement