১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক - ছবি : ইউএনবি

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুনীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষাপটে এ আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো: জাকির হোসেন গালিব।

এ দিন মামলার তদন্ত কর্মকর্তা দুদক-এর উপ-পরিচালক (মানিলন্ডারিং) মো: মাসুদুর রহমান নিষেধাজ্ঞার আবেদন করেন। পরে আদালত নিষেধাজ্ঞার আদেশ দেন। দুদক-এর কোর্ট পরিদর্শক আমির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

দুদক-এর পক্ষে শুনানি করেন মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

আবেদনে বলা হয়, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রেলওয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন মর্মে তথ্য পাওয়া যাচ্ছে।

নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য মতে, দেশের বর্তমান বাস্তবতায় মজিবুল হক দেশ ত্যাগ করতে পারেন মর্মে আশঙ্কা করা হচ্ছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা আবশ্যক।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement